সিটিজেন চার্টার
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের প্রধান কার্যাবলী
১। অনুমোদিত বার্ষিক উন্নয়ন কর্মসূচীর মধ্যে অগভীর নলকূপ, গভীর নলকূপ, অগভীর তারা নলকূপ ও রিং-ওয়েল স্থাপনের জন্য স্থান নির্বাচন তালিকা প্রনয়ন করন।
২। কর্মসূচীর আওতাধীন সকল স্থাপন কাজ তদারকী করন।
৩। নলকূপের পানির আর্সেনিক পরীক্ষা করন।
৪। সাময়ীক অকেজো নলকূপ মেরামত কাজ তদারকীকরন।
৫। স্যনিটেশন বিষয়ে জনগন কে উদ্বুদ্ধ করন।
৬। স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধ করণ, স্যনিটারি ল্যাট্রিন তৈরী ও নির্ধারিত মূল্যে বিক্রি করন।
৭। জাতীয় সেনিটেশন প্রকল্পের আওতায় স্বাস্থ্য সম্মত ল্যাট্টিন তৈরী এবং হতদরিদ্রদের মধ্যে বিতরণ।
৮। পিডিপি-3 প্রকল্পের আওতায় প্রাথমিক বিদ্যালয়ে গভীর নলকূপ স্থাপন ও প্রশিক্ষণ।
৯। পিডিপি-3 প্রকল্পের আওতায় ওযাশ বলক স্থাপন কাজ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস